যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা যে ভাবে প্রদান করে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ।
খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমুহঃ
১। পোষাক তৈরী
ব্লক প্রিন্টিং
২। কম্পিউটার বেসিক ।
৪। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ।
৫। ইলেক্ট্রনিক্স ।
৬। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং ।
৭। মৎস চাষ
৮।গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদঃ ২ মাস ১৫ দিন।
প্রশিক্ষণ শুরুর সময়: জুলাই , অক্টোবর ,জানুয়ারী ও এপ্রিল মাসের ১৫ তারিখ ।
আসন সংখ্যা -৬০ জন ( আবাসিক )।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি -১০০ টাকা।
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়।
প্রশিক্ষণ সমুহ গ্রহণে আগ্রহী জেলার বেকার যুব/যুব মহিলাগন যোগাযোগ করবেন।
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, ।
টেলিফোন: ০৪৫১৬৩৩৮৩ মোবা- ০১৭০৯৩৩০৭৮০। ইমেল- dydjhenaidah@gmail.com
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , জেলার সকল উপজেলা।
অপ্রাতিষ্ঠানিক ( ভ্রাম্যমান ) ট্রেড সমূহঃ
সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যুব সংগঠন / ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হেসেবে ব্যাবহার করা হয়।যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহন খরচ ও সময় কম হয়। অপ্রাতিষানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না । যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ
ঋন কর্মসূচি
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের ঋণ দিয়ে থাকে ।
১) যুব ঋণ।
২) পরিবার ভিত্তিক ঋণ।
যুব ঋন :- শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের পর লাভ জনক প্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয় । ঋন আবার দুই প্রকার ।
1) প্রাতিষ্ঠানিক : প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীর অনুকূলে যে ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান সর্বোচ্চ ১,৫০,০০০/= টাকা ।
2) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন গ্রহণকারি যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য সর্বোচ্চ ৫০,০০০/= টাকা পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয় ।
সফল ভাবে ঋন পরিশোধ কারীকে ৩ বার ঋন প্রদান করা হয় ।ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ১০% যা ক্রমহ্রাসমান হারে নির্ধারিত হয় ।
যোগাযোগের ঠিকানা - উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , সংশ্লিষ্ট উপজেলা ।
পরিবার ভিত্তিক ঋণ:
পরিবারে সদস্যদের নিয়ে গ্রুপ গঠন করে এ প্রকারের ঋন দেয়া হয়। এ ঋণ পরিবার ভিত্তিক প্রদান করা হয় । পারিবারিক ঐতিহ্য রক্ষা ও মুল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রিতি , শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রাধান্য দিয়ে স্বকর্মসংস্থান সৃষ্টিই এ প্রকার ঋণ কর্মসূচির মুল লক্ষ্য ।
কর্মসূচির আওতায় ৫ জন সদস্য নিয়ে ১ট গ্রুপ এবং ৮-১০ টি গ্রুপ নিয়ে ১ টি কেন্দ্র গঠন করা হয়।প্রতি সদস্য ১ম দফায় ৮০০০/ টাকা করে ঋন পায় ৩ সপ্তাহ গ্রেস পিরিয়ড বাদে ৫০ সপ্তাহে এ ঋণ পরিশোধ করতে হয়।পরিশোধের পর ধারাবাহিক ভাবে ৫ ম দফা পর্যন্ত ঋন দেয়া হয় । প্রতি দফায় ঋণের পরিমান ২০০০/ টাকা করে বৃদ্ধি পায় অর্থাৎ ৫ম দফায় এক জন ঋন গ্রহিতা ১৬০০০/ টাকা ঋন পায়।যদি ১ টি পরিবারের ৫ জন সদস্য থাকে তবে সে পরিবার ৫ম দফায় ৮০০০০/ টাকা ঋন পায়। সার্ভিস চার্জ ১০% ।
৫ম দফা পরিশোধের পর ১ টি গ্রুপের ১ জন সদস্যকে এন্টারপ্রাইজ ঋণ প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (কালিগঞ্জ, হরিনাকুন্ডু, মহেশপুর, কোটচাদপুর এবং শৈলকুপা)।
যুব সংগঠন তালিকা ভূক্তিকরণঃ
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে বিভিন্ন অর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্তকরণের দ্বায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করে থাকে।যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী হিসেবে যুব সংগঠন তালিকাভূক্তি করে।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর , ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।
যুব সংগঠনকে অনুদান প্রদানঃ
যুব সংগঠন সমূহকে দেশ গঠন মূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহাবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয় ।তা ছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকেও অনুদান দেয়া হয়
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর , ঝিনাইদহ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।
সার্ক ইয়ূথ এওয়ার্ড–
দক্ষিণ এশীয় অঞ্চলে যুবদের সৃজনশীল ও অনুকরণীয় যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সাল থেকে ” সার্ক ইয়ূথ এওয়ার্ড” স্কীম চালু করা হয় । বাংলাদেশে এ এওয়ার্ড প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- পরিচালকে ( বাস্তবায়ন ) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক ( জেলা কার্যালয় )।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।
কমুনওয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রাদান-
যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান।সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়ন্মূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি দেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বাংলাদেশী যুব / যুব সংগঠনকে কমনোয়েলথ ইয়ূথ এওয়ার্দ প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- পরিচালকে ( বাস্তবায়ন ) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক ( জেলা কার্যালয় )।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।
জাতীয় যুব পুরস্কার-
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক আত্বকর্মসংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে সে সকল যুব /যুব মহিলা প্রকল্প গ্রহন কারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয় ।তা ছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালক
উপ-পরিচালক ( জেলা কার্যালয় )।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।
তথ্য প্রদান-
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল প্রকার সেবা কর্মকান্ডের তথ্য প্রদান করা হয়ে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ উপ-পরিচালকের কার্যালয়, ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা , উপজেলা কার্যালয় , সকল ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS