পাতা
যুব সমাজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি। যুব সমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করে গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। এজন্য প্রয়োজন অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ।জাতির ভবিষ্যৎ কর্ণধার, নীতি নির্ধারক ও সিদ্ধান্ত গ্রহনকারী যুব সমাজের তাই জাতীয় স্তরে সম্পৃক্ততা অপরিহার্য। জনসংখ্যার প্রতিশ্রুতিশীল, উৎপাদনমুখী ও কর্মপ্রত্যাশী এই যুবগোষ্টিকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং দক্ষ জনশক্তিতে রুপান্তরের লক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করে যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসাবে পুনঃনামকরন করা হয়। মাঠ পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়। এরই ধারাবাহিকতায় যুব উন্নয়ন অধিদপ্তর, ঝিনািইদহ জেলা তার কাংখিত লক্ষ্য অর্জনে গতিশীল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অফিসটির বর্তমান অবস্থানঃ উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, লাইদিয়া, যশোর রোড, ঝিনাইদহ।
ভিশনঃ
মিশনঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS