Wellcome to National Portal


যুব উন্নয়ন অধিদপ্তর, ঝিনাইদহ জেলায় আপনাকে স্বাগতম ;    পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস।  এ বছরে যুব দিবসের প্রতিপাদ্য  " দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। "


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

১। যুবভবন নির্মাণ প্রকল্পঃ

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ’যুবভবন’ নির্মাণ এ প্রকল্পের উদ্দেশ্য। যুবভবনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ বর্তমানে প্রয়োজনীয় স্থানের অভাবে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন । কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও যুব কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির নিমিত্ত বহুতল যুবভবন নির্মাণ করা হবে।

২। ছয়টি জেলায় বিদ্যমান ৬টি যুব প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো নির্মাণ প্রকল্প:

দেশের সকল জেলায় পরিচালিত প্রাতিষ্ঠানিক আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ কার্যক্রমকে একই ভেন্যুতে বাসত্মবায়নের নিমিত্ত প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষ্যে ইতোপূর্বে ৬টি জেলায় স্থাপিত আবাসিক যুব প্রশিক্ষণ

কেন্দ্রসমূহের নির্মাণ কাজ সমাপ্তকরণ ও প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি করা এ প্রকল্পের উদ্দেশ্য।

৩। যুব কার্যক্রম বিষয়ক গবেষণা  তথ্য প্রচার প্রকল্পঃ

যুব কার্যক্রমের সাফল্য গবেষণার মাধ্যমে প্রকাশ করা এবং যুব বিষয়ক তথ্য বেকার যুবসহ দেশের সকল পর্যায়ের মানুষের নিকট প্রচারের ব্যবস্থা করা এ প্রকল্পের উদ্দেশ্য।

৪। সিভিল কনস্ট্রাকশন ট্রেডে প্রশিক্ষণ প্রকল্পঃ

বেকার যুবদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ম্যাশন, রড বাই-ার, টাইলস ফিক্সার, শাটারিং, পস্নাম্বিং এ- পাইপ ফিটিংস এবং ওয়েল্ডিং এ- ফেব্রিকেশন বিষয় অমত্মর্ভুক্ত করে সিভিল কনস্ট্রাকশন ট্রেডে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা এ প্রকল্পের উদ্দেশ্য।

৫। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় স্থাপন প্রকল্পঃ

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভাগীয় কার্যালয় স্থাপন ও নির্মাণ এ প্রকল্পের উদ্দেশ্য। বিভাগীয় শহরে বিভাগীয় কার্যালয় স্থাপন ও নির্মাণ করা হবে।

৬। আঞ্চলিক যুব কেন্দ্র স্থাপন প্রকল্পঃ

এ প্রকল্পের আওতায় ৭টি বিভাগে একটি করে আঞ্চলিক যুব কেন্দ্র স্থাপন করা হবে। ফলে মাঠ পর্যায়ে যুব কার্যক্রম বাসত্মবায়নে গতি সঞ্চার হবে।

৭। বিউটিফিকেশনহেয়ার কাটিং  হাউজকিপিং বিষয়ে প্রশিক্ষণ প্রকল্পঃ

বেকার যুবক ও যুবমহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এ প্রকল্পের উদ্দেশ্য।

৮। ট্যুরিষ্ট গাইডট্যুর ম্যানেজমেন্ট এবং ইংরেজী ভাষা শিক্ষা প্রশিক্ষণ প্রকল্পঃ

বেকার যুবক ও যুবমহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এ প্রকল্পের উদ্দেশ্য।